সমগ্র বাংলাদেশ

কুমিল্লায় হত্যার ১৪ বছর পর তিনজনের যাবজ্জীবন

Byকুমিল্লা প্রতিনিধি

সোমবার বেলা ১১টায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নাছরিন জাহান আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের শিয়ালোড়া গ্রামের ফজলুল হক, আবিদ আলী ও আবুল খায়ের।

মামলার বরাত দিয়ে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম বলেন, শিয়ালোড়া গ্রামের আবদুল খালেকের ছেলে আলী নেওয়াজ ও মো. আলমের সঙ্গে দীর্ঘদিন ধরেই একই গ্রামের ফজলুল হকদের বিরোধ চলছিল।

এর জেরে ২০০৮ সালের ২০ মার্চ আসামিরা আলী নেওয়াজ ও তার ভাই মো. আলমকে মারধর করে। গুরুতর অবস্থায় আলম ও আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা জন্য আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ মার্চ সকালে তিনি মারা যান।

ওইদিন সন্ধ্যায় নিহতের মা মাছুমা বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

১৪ বছর পর মামলার রায়ে তিনজনকে যাবজ্জীবন ও পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক মজিবুর রহমান জানান।

তিনি আরও বলেন, যাবজ্জীবনপ্রাপ্ত আবিদ আলীকে অতিরিক্ত এক বছরের কারাদণ্ড এবং আবুল খায়েরকে অতিরিক্ত পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে মামলার বাদী মাছুমা বেগম বলেন, “তারা সবাই আমার ছেলেকে পিটিয়ে ও মারধর করে হত্যা করেছে। এজন্য আমি সবার ফাঁসির রায় প্রত্যাশা করেছিলাম। কিন্তু এই রায়ে আমি সন্তুষ্ট নই। আমি উচ্চ আদালতে যাব।”

SCROLL FOR NEXT