সমগ্র বাংলাদেশ

নাটোরে হেরোইন পাচারের দায়ে ২ জনের যাবজ্জীবন

Byনাটোর প্রতিনিধি

তাছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করে। জরিমানা না দিলে আসামিদের জন্য আরও ছয় মাসের কারাদণ্ডও ঘোষণা করে আদালত।

নাটোরের জ্যেষ্ঠ দায়রা জজ মো. শরীফ উদ্দীন বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মহিষালবাড়ি গ্রামের আনিস মণ্ডলের ছেলে বেলাল হোসেন (৪৬) ও একই জেলার পবা উপজেলার দাদপুর গ্রামের ওছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৩)।

রায় ঘোষণার সময় তারা আদালতে ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২০ মার্চ রাত ১১টার দিকে নাটোর বেলাল ও মান্নান আটক হন। নাটোর থানার এসআই পরিতোষচন্দ্র সরকার গোপন খবর পেয়ে নাটোর শহরের হরিশপুর বাইপাসে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করেন।

রাজশাহী থেকে হেরোইন নিয়ে নাটোর হয়ে জামালপুর যাচ্ছিল একটি মাইক্রোবাস। থামার সংকেত উপেক্ষা করে মাইক্রোবাসটি চলতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে। এ সময় মাইক্রোবাসের দুই আরোহীর কাছে মেলে এক কেজি ৪৭৪ গ্রাম হেরোইন।

এ ঘটনায় মামলা হলে নাটোর থানার পরিদর্শক আবু সিদ্দিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

পিপি বলেন, বিচার শেষে আদালত দুইজনকেই দোষী সাব্যস্ত এই সাজা দিল। বিচারে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

SCROLL FOR NEXT