সমগ্র বাংলাদেশ

খুলনায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

Byখুলনা প্রতিনিধি

খালিশপুর থানার ওসি কামাল হোসেন খান জানান, শনিবার সকালে খালিশপুরে চিত্রালী বাজারে চিত্রালী সুপার মার্কেটের নির্মাণাধীন সেপটিক ট্যাংক থেকে আব্দুল্লাহ নামের শিশুর লাশ উদ্ধার করেন তারা।

আবদুল্লাহ খালিশপুর সুপার মার্কেট এলাকার রাজমিস্ত্রি আবুল কালাম হাওলাদারের ছেলে।

ওসি বলেন, আব্দুল্লাহ শুক্রবার বিকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে রাতে তার সন্ধানে এলাকায় মাইকিংও করা হয়।

সকালে চিত্রালী বাজারে সেপটিক ট্যাঙ্কের মধ্যে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তারা গিয়ে লাশ তুলে বাড়িতে নিয়ে যান।

শিশুটি পানিতে সেপটিক ট্যাংকে জমে থাকা পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

SCROLL FOR NEXT