সমগ্র বাংলাদেশ

২০৩০ সালের মধ্যে সার্বজনীন পেনশন: প্রতিমন্ত্রী

Byমেহেরপুর প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি-গাড়াডোব সড়কের উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “৬০ বছর পার হওয়ার পর বৃদ্ধ বয়সে যাতে দেশের প্রতিটি মানুষ ভালো থাকেন, চিকিৎসা থেকে শুরু করে চারটি মৌলিক চাহিদা যেন নিজেই মেটাতে পারেন, সেই লক্ষ্য অর্জনে সরকার সার্বজনীন পেনশনের চিন্তা করেছে।

“আগামী ২০৩০ সালের মধ্যে তা বাস্তবায়ন হবে।”

ফরহাদ হোসেন আরও বলেন, “১৮ বছরের পর থেকে যদি কেউ পেনশনের আওতায় যুক্ত হন এবং সেই পেনশন ৬০ বছর পর্যন্ত চালিয়ে যান। তাহলে ৬০ বছর পর সরকার প্রতি মাসে তাকে দ্বিগুণ হারে টাকা দিয়ে পেনশনের আওতায় আনবে। আমৃত্যু ঘরে বসে পেনশনের আওতায় আসা বৃদ্ধ নাগরিকরা এই অর্থ পাবেন।

এটি দ্রুত বাস্তবায়ন করার ব্যাপারে সরকার চিন্তা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম।

আমঝুপি-গাড়াডোব সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে  এক কেটি ১১ লাখ ৯৩ হাজার টাকা।

SCROLL FOR NEXT