সমগ্র বাংলাদেশ

কোভিড: শেরপুরে ২৪ ঘণ্টায় ১ মৃত্যু, শনাক্ত ২৩

Byশেরপুর প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার লুৎফর রহমান নামের ওই ব্যক্তি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান বলে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান।

তিনি বলেন, “৪২ বছর বয়সী লুৎফর গত ১৯ জানুয়ারি কোভিডে আক্রান্ত হন। তার মৃত্যুতে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৯৫ জনে দাঁড়াল।

“এ ছাড়া শেরপুরে গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের কোভিড শনাক্ত হয়েছে; যার শনাক্তের হার ২১ দশমিক ২৯ শতাংশ।”

শনাক্তদের মধ্যে শেরপুর সদর উপজেলায় ১৭ জন, শ্রীবরদী উপজেলায় ২ জন, ঝিনাইগাতী উপজেলায় ২ জন ও নালিতাবাড়ি উপজেলায় ২ জন রয়েছেন।

এছাড়া বর্তমানে জেলায় ৪৬২ জন কোভিডে আক্রান্ত। এর মধ্যে শেরপুর জেনারেল হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। আর ৪৫৩ জন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানান সিভিল সার্জন।

জেলায় এ পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২১ জন। সুস্থ্ হয়েছেন ৪ হাজার ৭৬৪ জন। আর মৃত্যু হয়েছে ৯৫ জনের।

কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ৯৬২ হাজার ৭৪ জন এবং এর মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ লাখ ৬৮৩ হাজার ৩৫ জন।

এছাড়া ৭ হাজার ৮৯৫ জন বুস্টার ডোজ নিয়েছেন বলে জানান অনুপম।

SCROLL FOR NEXT