সমগ্র বাংলাদেশ

করোনাভাইরাস: চার মাস পর নেত্রকোণায় একজনের মৃত্যু

Byনেত্রকোণা প্রতিনিধি

সিভিল সার্জন সেলিম মিয়া জানান, শনিবার ৩৪ বছর বয়সী কোভিড আক্রান্ত এক নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি নেত্রকোণার মদন উপজেলায়।

এছাড়া শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলায় ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সবশেষ গত বছরের ২১ সেপ্টেম্বর নেত্রকোণার আটপাড়া উপজেলার ৩০ বছরের কোভিড আক্রান্ত এক যুবক জেলা সদর হাসপাতালে মারা যান বলে জানান সেলিম মিয়া।

তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। যার শনাক্তের হার প্রায় ৫০ শতাংশের কাছাকাছি।”

সিভিল সার্জন জানান, জেলায় ১২ লাখ ৩৩ হাজার ৮৭৩ জনকে কোভিড টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮১ হাজার ৪১১ জনকে দ্বিতীয় ডোজ আর ১২ হাজার ৮৩৮ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। বর্তমানে ৬১ জন হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভর্তি নেই কেউ।

জানুয়ারি মাসের শুরু থেকেই নেত্রকোণায় করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে জানিয়ে সেলিম মিয়া বলেন, “সবাই স্বাস্থ্যবিধি মেনে চললেই কেবল তা নিয়ন্ত্রণে আনা সম্ভব।”

SCROLL FOR NEXT