সমগ্র বাংলাদেশ

নড়াইলে হত্যা: এক জনের ফাঁসি; বাবা ও ২ ভাইয়ের যাবজ্জীবন

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রোববার নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলমগীর ভূঁইয়া নড়াগাতির কালিনগর গ্রামের ছায়েন উদ্দিন ভূঁইয়ার ছেলে। আলমগীরকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন একই গ্রামের মৃত ফাজেলা ভূঁইয়ার ছেলে ছায়েন উদ্দিন ভূঁইয়া এবং তার দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়া (৫২)।

যাবজ্জীবন দণ্ডিতদের ২০ হাজার টাকা জরিমনাও করা হয় যঅ অনাদায়ে তাদের প্রত্যেককে আরও ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় জঙ্গু ভূঁইয়া ছাড়া বাকি আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বরাত দিয়ে নড়াইল আদালতের পিপি মো. এমদাদুল ইসলাম ইমদাদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কালিনগর গ্রামের রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয়পক্ষের মধ্যে শালিস বৈঠক হয়।

“শালিসের পর ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় ধারালো অস্ত্র বুকে ঢুকিয়ে হত্যা করেন আসামিরা।”

মামলায় ১৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় বলে পিপি ইমদাদ জানান।

SCROLL FOR NEXT