সমগ্র বাংলাদেশ

লক্ষ্মীপুর পৌর মেয়র পদে স্বামী-স্ত্রী

Byলক্ষ্মীপুর প্রতিনিধি

আওয়ামী লীগ প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া এবং তার স্ত্রী শাহেলা শারমীনের মনোনয়নপত্র ইতিমধ্যে যাচাই-বাছাইয়ে বৈধ হয়েছে।

এই বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, “শাহেলা শারমীন আওয়ামী পরিবারের সদস্য। আশা করি, প্রত্যাহারের শেষ সময়ের আগেই তিনিসহ (শাহেলা) অন্যান্য বিদ্রোহী প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিবেন।”

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিক বলেন, আগামী ২৮ নভেম্বর লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচন হবে। এতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১২ নভেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

নির্বাচনে মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৮১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

অন্য মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী জাকির আল মামুন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জহির উদ্দিন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনবিএন) আবদুর রহিম।

SCROLL FOR NEXT