সমগ্র বাংলাদেশ

মা ইলিশ শিকার, ৫৩ জেলে দণ্ডিত ফরিদপুরে

Byফরিদপুর প্রতিনিধি

শুক্রবার গভীর রাতে ফরিদপুরের সদরপুর উপজেলায় পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।

ফরিদপুর জেলা মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের এই অভিযানে সহায়তা করে সদরপুর থানা পুলিশ।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, গভীর রাতের এই অভিযানকালে জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মন মা ইলিশ জব্দ করা হয়েছে।  

“শনিবার সকালে আটককৃত জেলেদের মধ্যে আট জনকে দুই মাস করে ও বাকি সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ছয় জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত এবং মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ইলিশ মাছ রক্ষায় প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞায় এখন ইলিশ ধরা, পরিবহন ও বিক্রয় বন্ধ রয়েছে।

SCROLL FOR NEXT