সমগ্র বাংলাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত

Byচুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে সার্কিট হাউস এলাকায় বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান।

নিহত আব্দুল কুদ্দুস (৪৪) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএন্ডবি পাড়ার মৃত আজিম উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, কুদ্দুস বাইসাইকেলে চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গাগামী একটি মিনিট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর চালক ট্রাকটিসহ পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

SCROLL FOR NEXT