সমগ্র বাংলাদেশ

গোদাগাড়ীর মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন রবিউল

Byরাজশাহী প্রতিনিধি

রবিউল গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি শেষে রবিউল আলমের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয় বলে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।

গত বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলামের কার্যালয়ে মনোনয়নপত্র যাছাই বাছাই করা হয়। সেদিন মামলার তথ্য গোপন করার অভিযোগে তুলে গোদাগাড়ী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলমের প্রার্থীতা বাতিল করা হয়।

এরপর গত ১৬ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রার্থী রবিউল আলম রাজশাহী জেলা প্রশাসকের কাছে আপিল করেন। রোববার সেই আপিলের শুনানি অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। এদিন আপিল আবেদনের শুনানি শেষে জেলা প্রশাসক আব্দুল জলিল রবিউল আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক, জেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মশিউর রহমান, গোদাগাগাড়ী মডেল থানার এসআই তোফায়েল উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল বলেন, গোদাগাড়ী পৌরসভার উপ-নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার প্রার্থিতা প্রত্যাহরের শেষ দিনে দুপুর পর্যন্ত কারো প্রার্থিতা প্রত্যাহারের খবর পাওয়া যায়নি।

রবিউল ছাড়া মেয়র পদে বাকি প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত অয়েজউদ্দীন বিশ্বাস, সাবেক মেয়র জামায়াত নেতা আমিনুল ইসলাম, পৌরসভা বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু ও প্রয়াত মেয়র মনিরুল ইসলাম বাবুর স্ত্রী জান্নাতুল ফেরদাউস।

গত ১৫ এপ্রিল ভারতের একটি হাসপাতালে গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর মৃত্যু হলে মেয়র পদটি শূণ্য ঘোষণা করা হয়।

আগামী ৭ অক্টোবর গোদাগাড়ী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

SCROLL FOR NEXT