সমগ্র বাংলাদেশ

মুন্সীগঞ্জে বস্তিতে আগুন, নাশকতার অভিযোগ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উপজেলার হাড়িদিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন করির জানান।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভায়। তবে তার আগেই ৪৬ কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে যায় বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ।

তিনি বলেন, ১০টি ঘরের ৪৬টি কক্ষে ৪৬টি পরিবার থাকত। তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এই বস্তিতে বহিরাগত দিনমজুর-শ্রমিকরা পরিবার নিয়ে ভাড়ায় থাকত।

বস্তির মালিক জহির দেওয়ান অভিযোগ করেছেন, পূর্বশত্রাতার জেরে প্রতিপক্ষের লোকজন তার বস্তিতে আগুন দিয়েছে।

“এর আগেও তারা দুইবার আগুন দেয়। তখন আশপাশে লোকজন থাকায় তারা নেভাতে পেরেছিল। এবার আগুনে আমার সব শেষ হয়ে গেল।”

এর আগের আগুনের ঘটনায় তিনি লৌহজং থানায় জিডি করেছিলেন বলে জানান।

তবে পুলিশ বলছে, ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, “ঘরের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কিভাবে সূত্রপাত হয় তা জানা যায়নি। আগুনে হতাহতর খবর পাওয়া যায়নি। “

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সাহায্যের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ইউএনও হুমায়ুন করির।

SCROLL FOR NEXT