সমগ্র বাংলাদেশ

খুলনায় ‘বিয়ে অস্বীকার করায়’ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Byখুলনা প্রতিনিধি
খুলনার পুলিশ সুপার মো. মাহবুব হাসান জানান, এক নারীর লিখিত অভিযোগ পেয়ে ইব্রাহিম হোসেন সোহেল নামে এই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। অভিযোগটি একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তদন্ত করছেন।

গত ১৫ জুলাই ওই নারী অভিযোগ দিলে ওই দিনই সোহেলকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়।

সোমবার স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জানতে পারেন।

পুলিশ সুপার অভিযোগের বরাতে বলেন, ২০১৯ সালের নভেম্বর মাসে ওই নারীর প্রথম স্বামীর মৃত্যুর পর সোহেল তাকে বিয়ের প্রস্তাব দেন। নিবন্ধন ছাড়াই পাঁচ লাখ টাকার দেনমোহরে তাদের বিয়ে হয়। ওই সময় চাকরি বাঁচানোর কথা বলে সোহেল বিয়ে নিবন্ধন করতে চাননি।

“সম্প্রতি সোহেলের প্রথম স্ত্রী বিষয়টি জেনেছেন। এর পর থেকে সোহেল বিয়ে অস্বীকতার করে ওই নারীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।”

তবে পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন সোহেল অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, “ওই নারী আমাকে বিয়ে করার জন্য ব্ল্যাকমেইল করছেন। আমার চাকরি, সংসার সবকিছুতে অশান্তি শুরু হয়েছে। বিয়ের কথা সম্পূর্ণ মিথ্যা।”

SCROLL FOR NEXT