সমগ্র বাংলাদেশ

যশোরে কোভিডে ১০ মৃত্যু, ময়মনসিংহে আরও ৯

Byময়মনসিংহ প্রতিনিধি

রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

যশোরের সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা মো. রেহনেওয়াজ বলেন, পজিটিভ ১০ জন ছাড়াও তার জেলায় উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তাছাড়া রোববার ৭৯৯ জনের পরীক্ষায় পজিটিভ এসেছে ১৬৮ জনের।

সোমবার সকালে যশোর সদর হাসপাতালের কোভিড ইউনিটে রেড জোনে ৯৮ জন এবং ইয়েলো জোনে ৩৯ জন রোগী ছিলেন বলে আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানান।

একই সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন কোভিড রোগী মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে ১৪ জন মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন খান মুন জানান।

তিনি বলেন, সোমবার সকালে কোভিড ইউনিটে ৪৫৬ জন  চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে আইসিইউতে ছিলেন ১৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়ে ফিরে গেছেন ৪৭ জন।

রোববার হাসপাতালের ল্যাব এক হাজার ২৬৩ জনের পরীক্ষায় ৩৭০ জনের কোভিড শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম।

SCROLL FOR NEXT