সমগ্র বাংলাদেশ

সুনামগঞ্জে স্পিডবোট ডুবে মা-মেয়ের মৃত্যু

Byকিশোরগঞ্জ প্রতিনিধি

সোমবার বিকেলে দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

নিহত জোছনা বেগম (৩৫) এবং তার মেয়ে রুমি বেগম (৮) তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের ওই স্পিডবোটের চালক বরুজ মিয়ার স্ত্রী ও মেয়ে।

এ ঘটনায় চালকের অপর তিন সন্তানসহ আরও ৫ জন আহত হয়েছে বলে উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম জানান।

তিনি বলেন, সোমবার বিকেলে বরুজ মিয়া বাদাঘাট বাজার থেকে স্পিডবোট নিয়ে বালিয়াঘাটে উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্পিডবোটে চালকের স্ত্রী ও চার ছেলে-মেয়েসহ আটজন যাত্রী ছিল।

স্পিডবোটটি বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের পাশে পাটলাই নদীতে পৌঁছানোর পর বালু-পাথরবাহী একটি বাল্কহেড নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পিডবোট নদীতে ডুবে যায়।

বালিয়াঘাট এলাকার বাসিন্দা রফিক মিয়া বলেন, বাদাঘাট থেকে ঈদের বাজার করে তারা বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়েন।

আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, আমার এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ দুটো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।

SCROLL FOR NEXT