সমগ্র বাংলাদেশ

কোভিডে বগুড়ায় ৭, কিশোরগঞ্জে ৫ মত্যু

Byকিশোরগঞ্জ প্রতিনিধি

সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয় বলে স্বাস্থ্য কর্মকর্তারা জানান।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন সকালে অনলাইন ব্রিফিংয়ে বলেন, পজিটিভ সাতজন ছাড়াও একই সময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০ জন।

সোমবার জেলায় ৪৯৪ জনের পরীক্ষায় ৩৪ দশমিক ২১ শতাংশ কোভিড রোগী শনাক্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট ১৭ হাজার ২৪৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬০৯ জন। আর ৫১৪ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন।

একই সময়ের মধ্যে কিশোরগঞ্জে পাঁচজনের মত্যু হয়েছে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন মো. মুজিবুর রহমান।

তিনি বলেন, তাছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও নয়জন। গত ২৪ ঘণ্টায় জেলায় আক্রান্ত হয়েছে ১২৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৫০৮ জনে। আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ১২৬ জন।

জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক অনুপম ভট্টাচার্য্য জানান, বর্তমানে সেখানে ১৯৪ জন কোভিড রোগী সাধারণ শয্যায় এবং নয়জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

SCROLL FOR NEXT