সমগ্র বাংলাদেশ

রাজশাহী মেডিকেল: কোভিডে ৬, পরবর্তী জটিলতায় ৪ মৃত্যু

Byরাজশাহী প্রতিনিধি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ফাইল ছবি)

এছাড়া আরও চারজনের মৃত্যু হয়েছে গত একদিনে, যারা ভাইরাস থেকে মুক্ত হলেও কোভিড পরবর্তী জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, “কোভিড থেকে মুক্ত হওয়ার পরও তাদের ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন জটিলতা ছিল।”

এ হাসপাতালের কোভিড ইউনিটে সোমবার সকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৫১৮ জন। তাদের মধ্যে ৫২ জন কোভিড-পরবর্তী জটিলতা নিয়ে চিকিৎসাধীন বলে পরিচালক জানালেন।

তিনি বলেন, ৫১৮ জনের মধ্যে ২২৯ জনের পজেটিভ রয়েছে। অন্যরা আছেন উপসর্গ নিয়ে। তাদের পরীক্ষার প্রস্তুতি চলছে।

এ নিয়ে চলতি মাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট ২০৪ জনের মৃত্যু হল জানিয়ে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ৬৪ জনকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়েছেন ৫৮ জন।

রোববার রাজশাহী জেলায় ৫১৩ জনের পরীক্ষায় ২৯ দশমিক ৬৩ শতাংশ পজিটিভ এসেছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT