সমগ্র বাংলাদেশ

পাবনায় বালু ব্যবসায়ীকে ‘প্রকাশ্যে’ কুপিয়ে হত্যা

Byপাবনা প্রতিনিধি

ঘটনার পরে উত্তেজিত এলাকাবাসী তিনটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, শনিবার বেলা ২টার দিকে সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন প্রামানিক (৩৮) ওই গ্রামের বাকিবিল্লাহ প্রামানিকের ছেলে।

নিহত সুমনের স্ত্রী রিমা খাতুন বলেন, সুমন প্রায় সাত বছর বিদেশে ছিলেন। দেশে আসার পর সম্প্রতি তিনি বালুর ব্যবসা শুরু করেন। দুপুরে সুমন বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকার চিহ্নিত প্রভাবশালীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

“ঘটনার সময় এক ব্যক্তি আমাকে বাড়ি এসে খবর দিলে আমি দ্রুত সেখানে গিযে দেখি তারা সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাচ্ছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকেও মারতে আসে। স্থানীয়রা সুমনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

তবে পরিবার হত্যার কারণ বলতে পারেনি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, “বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।

“পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ খুনি ধরতে অভিযান শুরু করেছে। আশা করছি অল্প সময়ের মধ্যে ধরা যাবে।”

SCROLL FOR NEXT