সমগ্র বাংলাদেশ

আক্কেলপুর ও ক্ষেতলাল পৌরে বিধিনিষেধ আরোপ

Byজয়পুরহাট প্রতিনিধি

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক শরীফুল ইসলাম বুধবার থেকে শুরু হওয়া সাতদিনের জন্য এ কঠোর বিধিনিষেধের কথা জানান।

গত ৭ জুন থেকে জয়পুরহাট জেলার জয়পুরহাট ও পাঁচবিবি পৌরসভা এলাকায় কঠোর বিধিনিষেধ চলমান। গত শুক্রবার কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ জারি করা হয়।।

জেলা প্রশাসক শরীফুল ইসলাম বলেন, জয়পুরহাট-পাঁচবিবি-কালাই পৌরসভা এলাকায় বিধিনিষেধ চলছে। ওই তিন পৌরসভায় বিধিনিষেধে যেসব নির্দেশনা কার্যকর রয়েছে এ দুটি পৌরসভায় সেই নির্দেশনায় রয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পৌরসভা এলাকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধসহ ও জরুরি সেবাহ আওতামুক্ত থাকবে।

পৌর এলাকার লোকজন বিকেল পাঁচটা থেকে পরদিন ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারবে না। আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

জেলা সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী জানান, ২৪ ঘণ্টায় এ জেলায় ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

SCROLL FOR NEXT