সমগ্র বাংলাদেশ

কোভিড-১৯: নতুন ‘হটস্পট’ চুয়াডাঙ্গা

Byচুয়াডাঙ্গা প্রতিনিধি

জেলার সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা আওলিয়ার রহমান জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় ১২৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের পজিটিভ পাওয়া গেছে, শনাক্তের হারে যা ৪৬ দশমিক শূন্য ৯ শতাংশ। এর আগের তিন দিন এই হার ৪৩.১৯ থেকে ৫৭ শতাংশের মধ্যে ছিল।

একই সময়ে জেলার দামুড়হুদা উপজেলায় একজন আক্রান্ত হয়ে এবং চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান আওলিয়ার রহমান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গত মঙ্গলবার থেকে দামুড়হুদা উপজেলায় ১৪ দিনের সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। তবে লকডাউন চলছে ঢিলেঢালাভাবে।

দামুড়হুদার ইউএনও দিলারা রহমান বলেন, শুরুর দিকে মানুষকে সতর্ক করা হয়েছিল। এখন যারা নির্দেশ অমান্য করছেন তাদের জরিমানা করা হচ্ছে। বিনা প্রয়োজনে বাইরে না আসার জন্য সচেতন করা হচ্ছে।

SCROLL FOR NEXT