সমগ্র বাংলাদেশ

সাগরপথে পাচারের চেষ্টা, ১৮ রোহিঙ্গা উদ্ধার

Byকক্সবাজার প্রতিনিধি

উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে ওই রোহিঙ্গাদের উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান।

আটকরা হলেন- টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া জালিয়াঘাটা এলাকার মোহাম্মদ রফিকের স্ত্রী রশিদা বেগম (৩০) ও একই এলাকার মোহাম্মদ মুসার স্ত্রী রাজিয়া বেগম (২০)।

উদ্ধার হওয়া ১৮ জন রোহিঙ্গার মধ্যে ১০ জন নারী, ৫ জন পুরুষ ও ৩ শিশু রয়েছে। তারা উখিয়ার কুতুপালংসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

ওসি বলেন, সাগরপথে মালয়েশিয়াপাচারের উদ্দ্যেশে রোহিঙ্গাদের জড়ো করা হয়েছে খবরে পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। সেখানে সমুদ্র সৈকত সংলগ্ন একটি বাড়ি থেকে ১৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

“এই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পালিয়ে গেলেও এক দালালকে আটক করতে সক্ষম হয়।”

বিষয়টি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে অবহিত করা হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশনা মতো উদ্ধার হওয়া রোহিঙ্গাদের হস্তান্তরে ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

SCROLL FOR NEXT