সমগ্র বাংলাদেশ

ভাংচুরের মামলায় ২ হেফাজতকর্মী গ্রেপ্তার আশুলিয়ায়

Byসাভার প্রতিনিধি

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক জানান, শনিবার রাতে আশুলিয়ার গাজিরচট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে আদালতে হাজির করে তাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে তিনি জানান।

গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার গাজীরচটের আশরাফ উদ্দিন মুন্সীর ছেলে মনির মুন্সী ও রশিদ মার্কেট এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল।

তারা হেফাজতে ইসলামের কর্মী এবং তাদের বিরুদ্ধে গত ২৮ মার্চ আশুলিয়া থানার এসআই আল আমীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, গত ২৮ মার্চ সরকারি কাজে বাধা ও ভাংচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সস্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন আশুলিয়া থানার এসআই আল আমীন।

এই মামলার প্রধান আসামিসহ দুই হেফাজত কর্মীকে গ্রেপ্তার করে দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT