সমগ্র বাংলাদেশ

খুলনায় ঘর পাচ্ছে ৯ হতদরিদ্র পরিবার

Byখুলনা প্রতিনিধি

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, জেলার নয়টি থানা থেকে পাঁচজন করে ৪৫ জন হতদরিদ্রদের তালিকা হেডকোয়ার্টারে পাঠানো হয়েছিল। সেখান থেকে নয়জনকে চূড়ান্ত করা হয়েছে।

তিনি বলেন, খুলনায় ৯ জনের জমি ইতোমধ্যে রেজিস্ট্রি করে হেডকোয়ার্টারে জানানো হয়েছে। এসব অসহায় পরিবারের জন্য জমির ওপর একটি করে সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হবে; ইতোমধ্যে ঘর তৈরির কাজ শুরু হয়েছে। শিগগিরই পরিবারগুলোর মধ্যে জমি ও ঘর হস্তান্তর করা হবে।

এর আগে গত ৩ মার্চ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ডিআইজি পদমর্যাদার তিনজন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুজনের একটি দল খুলনার ফুলতলা ও রূপসা উপজেলায় এসে জমি এবং গৃহ নির্মাণের কার্যক্রম পরিদর্শন করেন।

পুলিশ সুপার বলেন, খুলনার মতো সারা দেশের ৫৩৪ থানায় হতদরিদ্র পরিবারের জন্য ঘরনির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। অসহায় ও হতদরিদ্রের মধ্যে জমি ও ঘরনির্মাণ করে হস্তান্তর করার পরও সেটির সার্বিক তত্ত্ববধায়ন করবে পুলিশ।

SCROLL FOR NEXT