সমগ্র বাংলাদেশ

মহামারী: বঙ্গবন্ধুর সমাধিসৌধে সাধারণের প্রবেশ নিষেধ

Byগোপালগঞ্জ প্রতিনিধি

সাধারণের প্রবেশে এই সাময়িক নিষেধাজ্ঞার সঙ্গে ভিআইপি পরিদর্শকদেরও প্রবেশে নিরুৎসাহিত করা হচ্ছে বলে বুধবার জানানো হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল্লাহ জনান, বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে এবং পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এটি বলবত থাকবে।

“এতে দর্শনার্থীদের বঙ্গবন্ধু সমাধিসৌধে প্রবেশ না করতে অনুরোধ করা হয়েছে।”

বঙ্গবন্ধুর সমাধিসৌধের সহকারী কিউরেটর নুরুল ইসলাম বলেন, গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ পহেলা এপ্রিল থেকে নিষিদ্ধ করা হচ্ছে। এ কারণে বঙ্গবন্ধু সমাধিসৌধের সব গেইট বন্ধ থাকবে।

“কাউকেই সমাধিসৌধে পবেশ করতে দেওয়া হবে না। ভিআইপিদের অনুমতি নিয়ে আসতে হবে। তারপরও তাদের প্রবেশে নিরুৎসাহিত করা হবে।”

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, মহামারী প্রতিরোধে আমরা সরকারের ১৮ নির্দেশনা বাস্তবায়নে কাজ করছি। জনসমাগম এড়াতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মানুষের চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

SCROLL FOR NEXT