সমগ্র বাংলাদেশ

নওগাঁয় মাদক মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড

Byনওগাঁ প্রতিনিধি

সোমবার নওগাঁর প্রথম অতিরিক্ত দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এই রায় দিয়েছেন।  

রায়ে ওই ব্যক্তির দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে যা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

দণ্ডিত রফিকুল ইসলাম (৫০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবার রশিয়া করিম হাজির টোলা গ্রামের প্রয়াত আব্দুস সালামের ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মীর ইফতিখার রহমান জানান, ২০১৬ সালের ৮ মার্চ নওগাঁর পোরশা উপজেলার গ্যালুয়া পাড়ায় চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাইগাছীগামী একটি বাসে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তল্লাশি চালায়।

“ওই সময় রফিকুল ইসলামকে সাতশ ইয়াবা ট্যাবলেটহ আটক করা হয়।”

এপিপি ইফতিখার রহমান আরও বলেন, ওই ঘটনায় ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে তার বিরুদ্ধে পোরশা থানায় মামলা করেন। তদন্ত শেষে রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অ্যাডভোকেট প্রকাশ চন্দ্র মন্ডল।

SCROLL FOR NEXT