সমগ্র বাংলাদেশ

ফেনীতে প্রবাসীকে হত্যায় একজনের যাবজ্জীবন

Byনাজমুল হক শামীম
দণ্ডিত মো. ইউসুফ

রোববার ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম জেবুন্নেছা আসামির উপস্থিতিতে এই রায় দেন।

দণ্ডিত মো. ইউসুফ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট বাজার কাতালিয়া গ্রামের সুলতান আহমেদের ছেলে।

হত্যার শিকার আমজাদ হোসেন বাবলু একই ইউনিয়নের আনোয়ার উল্যাহর ছেলে।

ফেনী জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি হাফেজ আহমেদ জানান, ২০১৪ সালের ১৩ নভেম্বর রাতে বালিগাঁও ইউনিয়নের উত্তর ধলিয়া মসজিদ এলাকায় আবুধাবী প্রবাসী আমজাদ হোসেন বাবলুকে (২৭) পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাত করেন পার্শ্ববর্তী গ্রামের মো. ইউসুফ। প্রথমে তাকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় মধ্যরাতে বাবলু মারা যান।

পিপি হাফেজ বলেন, এই ঘটনায় নিহত বাবলুর বড়ো ভাই আমির হোসেন রিপন মো. ইউসুফকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার রাতেই স্থানীরা ইউসুফকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে ইউছুফ আদালতে ফৌজদতারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

হত্যার শিকার আমজাদ হোসেন বাবলু

হত্যার শিকার আমজাদ হোসেন বাবলু

২০১৫ সালের ৩১ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ততকালীন এসআই এ বি এম গোলাম কিবরিয়া আদালতে অভিযোগপত্র দেন।

বাদীর আইনজীবী জাহিদ হোসেন খসরু বলেন, “আসামির বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণ করতে পারায় আসামির সর্বোচ্চ সাজা আশা করেছিলাম। আমরা রায়ের কপি পেলে বাদীর সঙ্গে আলাপ করে উচ্চ আদালতে আপিল করব।”

মামলার বাদী আমির হোসেন রিপন বলেন, “আমরা সর্বোচ্চ সাজা আশা করেছিলাম। আমরা ন্যায় বিচার পাইনি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”

SCROLL FOR NEXT