সমগ্র বাংলাদেশ

গরু পাচার: বিএসএফের হাতে বাংলাদেশি আটক

Byকুড়িগ্রাম প্রতিনিধি

আটক জহুরুল ইসলাম (৫০) ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি গ্রামের নুরুল ইসলাম মেম্বারের ছেলে।

রোববার রাত ২টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর দিঘলটারী ক্যাম্পের জওয়ানরা তাকে আটক করেন।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন বলেন, বাংলাদেশের অভ্যন্তর থেকে কাউকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।

“গরু আনতে জহুরুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। সেখান থেকে বিএসএফ তাকে আটক করেছে বলে আমরা জানতে পেরেছি।”

জহুরুল ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন বলে জানিয়েছেন তার সঙ্গীরা।

তারা বলছেন, জহুরুলসহ সাত থেকে আটজন রাতে বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫/৯ এস-এর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।

গরু নিয়ে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার দিঘলটারী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এ সময় জহুরুল তাদের হাতে আটক হন।

SCROLL FOR NEXT