সমগ্র বাংলাদেশ

উলিপুর মেয়রের বাড়ির তত্ত্বাবধায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Byকুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার সকালে উলিপুর শহরের জোদ্দারপাড়ার বাসভবন থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান। 

মৃত আল আমিন চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চড়ুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, সকালে ঘুম থেকে না ওঠায় তার সহযোগী ইমরান তাকে ডেকে না পেয়ে দরজার উপর দিয়ে দেখেন। তিনি ফ্যানের সাঙ্গে তার ঝুলন্ত লাশ দেখেন, পরে পুলিশে খবর দেওয়া হয়।

মেয়র তারিক আবুল আলা জানান, পারিবারিক কাজে কয়েকদিন থেকে তিনি চট্টগ্রামে অবস্থান করছেন।

তিনি বলেন, “সকালে বিষয়টি শুনেছি। এখনও বুঝতে পারছি না ঘটনা কী। পুলিশ তদন্ত করছে; বিস্তারিত তারাই বলতে পারবে।”

কেয়ারটেকার ইমরান জানান, আলামিন মিয়া গত সাত মাস ধরে মেয়রের বাসভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। গত সোমবার সন্ধ্যায় কাচারী পুকুরে দুর্গা প্রতিমা বিসর্জন দেখে রাতে একটু দেরিতে বাসায় ফেঢরেন তিনি। এরপর খাওয়াদাওয়া শেষে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পড়েন।

ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আপাতত ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

SCROLL FOR NEXT