সমগ্র বাংলাদেশ

শরণখোলা উপজেলা চেয়ারম্যান হলেন রায়হান

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করেন।

রায়হান উদ্দিন শান্ত
রায়হান উদ্দিন শান্ত

রায়হান উদ্দিন শান্ত

বিজয়ী রায়হান উদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ১৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬৭ এবং বিএনপি প্রার্থী মতিয়ার রহমান খান পেয়েছেন ৬৭৩ ভোট।

গত ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের মৃত্যু হলে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। গত ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন উপ-নির্বাচনে ভোট গ্রহণের তফসিল ঘোষণা করে।

রায়হান উদ্দিন শান্ত প্রয়াত আওয়ামী লীগ সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন আকনের ছেলে।

SCROLL FOR NEXT