সমগ্র বাংলাদেশ

চুয়াডাঙ্গার সীমান্তে আড়াই কেজি সোনা উদ্ধার

Byচুয়াডাঙ্গা প্রতিনিধি

সোমবার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া বিল এলাকায় একটি বস্তার মধ্যে এই সোনা পাওয়া যায় বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান।  

খালেকুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে দামুড়হুদার ফুলবাড়ি বিওপি ক্যাম্পের সদস্যরা ফুলবাড়ি সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলার থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া বিলের মধ্যে এক ব্যক্তিকে একটি বস্তাসহ দেখতে পান।

“বিজিবির টহলদল ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই বস্তা তল্লাশি করে আটটি সোনার বার জব্দ করেন; যার ওজন দুই কেজি ৪০০ গ্রাম এবং মূল্য এক কোটি ৫২ লাখ দুই হাজার ৩৭৫ টাকা।”

জব্দ করা সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT