সমগ্র বাংলাদেশ

গাজীপুরে কাঠ দিয়ে কয়লা তৈরির সরঞ্জাম নিলামে

Byগাজীপুর প্রতিনিধি

উপজেলার কপালেশ্বর এলাকায় বুধবার সন্ধ্যায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ ইসমত আরা জানান।

তিনি বলেন, উন্মুক্ত পরিবেশে জ্বলন্ত চুলা থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে যেত। এলাকাবাসীর কাছে পরিবেশ দূষণের অভিযোগ পেয় বুধবার সন্ধ্যায় উপজেলার কপালেশ্বর এলাকায় পরিদর্শনে যান তিনি।

অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় জানিয়ে তিনি বলেন, টের পেয়ে মালিক-শ্রমিকরা সবাই পালিয়ে যায়। পরে সেখানে থাকা ৮০ মণ কাঠ ও মালপত্র জব্দ করে তা এক লাখ ৮৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। আর মালিক মো. জামানকে তার ছয়টি চুলা অপসারণ করে নিতে একদিন সময় বেঁধে দেওয়া হয়েছে। সরিয়ে না নিলে ধ্বংস করা হবে।

SCROLL FOR NEXT