সমগ্র বাংলাদেশ

রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন

Byকক্সবাজার প্রতিনিধি

বিবদমান কোনো একটি পক্ষ আগুন লাগিয়ে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, শিবিরের সি-ব্লকে বুধবার রাত সোয়া ১১টার দিকে আগুন লাগে বলে তাদের কাছে খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এখনও আগুন জ্বলছে।

গত কয়েক দিন ধরে এই শিবিরের দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আটজন নিহত নিহত হয়েছে। এ নিয়ে সেখানে উত্তেজনা চলছে।

পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “বিবদমান দুই পক্ষের কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে কে বা কারা আগুন লাগাতে পারে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

আগুন লাগার খবর অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন শুনেছেন বলে জানিয়েছেন। তবে এ সম্পর্কে তিনি কোনো তথ্য দিতে পারেননি।

SCROLL FOR NEXT