সমগ্র বাংলাদেশ

করোনাভাইরাস: মৌলভীবাজারে দুইজনের মৃত্যু

Byমৌলভীবাজার প্রতিনিধি

বৃহস্পতিবার দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সল।

প্রয়াতদের করোনাভাইরাস শনাক্ত হওয়া পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (৬৫) এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় হলেও বসবাস  করতেন মৌলভীবাজারের রঘুনন্দনপুর এলাকায়।

এছাড়া করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মারা যান কুলাউড়া উপজেলার ৯০ বছর বয়সী এক বৃদ্ধ।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় করোনা আইসোলেশনে ভর্তি করোনাভাইরাস প্রজেটিভ রোগী পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (৬৫) মারা যান।

এর আগে দুপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া কুলাউড়া উপজেলার ৯০ বছর বয়সী বৃদ্ধ মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয় বলে জানান তিনি।

হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জানান, বৃহস্পতিবার পর্যন্ত ওই হাসপাতালের আইসোলেশন সেন্টারে সাত জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন। অবস্থার অবনতি হওয়ায় একজনকে সিলেটে পাঠানো হয়েছে। বাকি ৪ জন চিকিৎসা নিচ্ছেন।

SCROLL FOR NEXT