সমগ্র বাংলাদেশ

ফরিদপুরে স্থানীয়দের মারধরে দুই ‘ছিনতাইকারী’ নিহত

Byফরিদপুর প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির ট্যাক এলাকায় এ ঘটনা ঘটে।

এ মারধরে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সন্ধ্যায় সেখানে ওই দুইজনের মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন, ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশ (৩৮) ।

অপরজন খোকন খন্দকার (৩৬) পুলিশের পাহারায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা কাওসার  মন্ডলের (২০) অটোবাইক ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, চারজন ব্যাটারিচালিত একটি অটোবাইক ভাড়া করে। অটোবাইকটি কাচারির ট্যাক পৌঁছলে ছিনতাইকারীরা চালক কাওসারের গলায় ছুরি মেরে অটোবাইক থেকে ফেলে দেয়। যাত্রীরাই বাইকটি চালিয়ে যেতে থাকে।

চালক কাওসার চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে অটোবাইকসহ তিন ‘ছিনতাইকারীকে’ ধরে ফেলে। এলাকাবাসী তাদের বেদম মারধর করে বলে পুলিশ জানায়।

ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকারীদের হাতে জখম হওয়া অটোবাইক চালক ও পিটুনিতে আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

“হাসপাতালে আহত ইজিবাইক চালকের চিকিৎসা চলছে” জানিয়ে তিনি বলেন, এ ব্যাপারে কোতয়ালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

SCROLL FOR NEXT