সমগ্র বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবির ফল প্রকাশ

Byগাজীপুর প্রতিনিধি

আট হাজার ৭৯২ জন অংশ নেওয়া এ পরীক্ষায় ৮৭ দশমিক ৫৫ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম জানান, এ পরীক্ষায় ৫ হাজার ৩৯ জন দ্বিতীয় শ্রেণি এবং দুই হাজার ৬৫৯ জন তৃতীয় শ্রেণি পেয়েছেন।

এ পরীক্ষায় কেউ প্রথম শ্রেণি পাননি এবং এক হাজার ৯৪ জন ফেল করেছেন বলেন তিনি।

“প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারও কোনো অভিযোগ থাকলে ফল প্রকাশের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে।

“অন্যথায় কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। কোনো কারণ দর্শনো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ফলাফল বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।”

SCROLL FOR NEXT