সমগ্র বাংলাদেশ

সরকারি চাল মজুদকারী ব্রাহ্মণবাড়িয়ার সেই নারী ইউপি সদস্য বরখাস্ত

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নিলুফা ওই ইউনিয়নের সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন ইউপি সদস্য নিলুফা খাতুনকে বরখাস্তের বিষয় জানিয়েছেন।

এর আগে গত ১৩ মে চর-ইসলামপুর ইউনিয়নের চর-ইসলামপুর গ্রামে ইউপি সদস্য নিলুফার বাড়ি থেকে ১৮ বস্তা সরকারি চালসহ তাকে আটক করে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযান পরিচালনা করেন।

এ ঘটনায় ইউপি সদস্য নিলুফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় বিজয়নগর উপজেলা প্রশাসন।

SCROLL FOR NEXT