সমগ্র বাংলাদেশ

সিরাজগঞ্জের কাজিপুর থানা অবরুদ্ধ, পুলিশ সদস্যরা কোয়ারেন্টিনে

Byসিরাজগঞ্জ প্রতিনিধি

এছাড়া থানার সব পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার তিন পুলিশ সদস্যের করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জেলার সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান, তিন পুলিশ সদস্যের মধ্যে দুইজনকে তাদের বাসায় কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যজনকে বাগবাটি ৩১ শয্যার করোনাভাইরাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা সবার নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

থানার কাজ চালানোর জন্য অন্য পুলিশ সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

সদর ও কাজিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন, একজন পরিদর্শক, দুইজন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক ও ১২ জন কনস্টেবলকে কাজিপুর থানার কাজ চালানো দায়িত্ব দেওয়া হয়েছে। তারা উপজেলার ডাকবাংলো থেকে কাজ করবেন।

এদিকে আক্রান্তদের সংস্পর্শে আসায় সদর থানার ওসি এবং একজন পরিদর্শককেও কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা থানায় না গিয়ে বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

SCROLL FOR NEXT