সমগ্র বাংলাদেশ

ফেনীতে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যানের করোনাভাইরাস

Byফেনী প্রতিনিধি

বুধবার রাতে এই প্রতিবেদন পাওয়া গেছে বলে জেলার সিভিল সার্জন মো. সাজ্জাদ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, নতুন আক্রান্ত সাতজনের মধ্যে ছয়জন ছাগলনাইয়া উপজেলার। অন্যজন ফেনী সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের পাঁচজন মহিলা আর দুইজন পুরুষ। তাদের বয়স ৭ থেকে ৫০ বছরের মধ্যে। তাদের মধ্যে ছাগলনাইয়া উপজেলা পরিষদের একজন ভাইস-চেয়ারম্যান ও তার পরিবারের চার সদস্যও রয়েছেন। এছাড়া আক্রান্ত এক নারী ফেনী সদর হাসপাতালের একজন পরিচ্ছন্নতাকর্মী।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা শরফুদ্দিন মাহমুদ জানান, বুধবার মধ্যরাত পর্যন্ত জেলায় ৮৮৯ জনের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৫৭৩ প্রতিবেদন পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই জনপ্রতিনিধি, এক সরকারি কর্মকর্তা, দুই চিকিৎসক, একজন পুলিশ সদস্যসহ মোট ২৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিনজন। অবস্থর অবনতি হওয়ায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

SCROLL FOR NEXT