সমগ্র বাংলাদেশ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৩৬২ ঘর পুড়েছে, আহত অর্ধশতাধিক

Byকক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ম্ঙ্গলবার সকালে আগুন লেগে ৩৬২টি বসতঘর ও ৩০টি দোকান পুড়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটে বলে উখিয়ার ইউএনও মো. নিকারুজ্জামান চৌধুরী জানান।

আহত রোহিঙ্গাদের মধ্যে সাতজনকে ক্যাম্পের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান তিনি।     

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের বরাতে নিকারুজ্জামান বলেন, লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়ার ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ম্ঙ্গলবার সকালে আগুন লেগে ৩৬২টি বসতঘর ও ৩০টি দোকান পুড়ে যায়।

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে ম্ঙ্গলবার সকালে আগুন লেগে ৩৬২টি বসতঘর ও ৩০টি দোকান পুড়ে যায়।

"কিন্তু ততক্ষণে রোহিঙ্গাদের থাকার ৩৬২টি ঘর ও ৩০টি দোকান পুড়ে যায়। এ সময় অন্তত অর্ধ-শতাধিক রোহিঙ্গা আহত হয়।”

ইউএনও বলেন, " স্থানীয় স্টেশনের এলপিজি গ্যাসের এক দোকানে সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত  হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। তারপরও অগ্নিকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছে।”

SCROLL FOR NEXT