সমগ্র বাংলাদেশ

শেরপুরে প্রতিবেশীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার অভিযোগ

Byশেরপুর প্রতিনিধি

সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পাকড়িয়া ইউনিয়নে খামারিয়াপাড়া গ্রামে মালেকা বেগম (৩৫) নামে এই গৃহবধূ রোববার রাত সাড়ে ১০টার দিকে মারা যান।

মালেকা ওই গ্রামের মুর্শেদ আলীর স্ত্রী। তিন সন্তানের মা তিনি।

ওসি মামুন গৃহবধূর পরিবারের সদস্যদের বরাতে বলেন, ওই গৃহবধূ তার জমিতে পেঁপে ও লিচু চারা লাগিয়েছিলেন। প্রতিবেশী হানিফ ওই চারা তুলে ফেলেন বলে গৃহবধূর সন্দেহ। এ নিয়ে রোববার রাত সাড়ে ১০টার দিকে কথাকাটি হয়। একপর্যায়ে হানিফ ও তার পরিবারের লোকজন মালেকার ওপর হামলা চালান বলে অভিযোগ।

“গৃহবধূকে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরের কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে হানিফ ও তার পরিবারের লোকজন বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গেছেন। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য  শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

SCROLL FOR NEXT