সমগ্র বাংলাদেশ

স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার কোভিড-১৯ শনাক্ত, বাড়িতে ‘হামলা’

Byবান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরে বালাঘাটা এলাকায় এই ঘটনা ঘটে বলে ওই ব্যক্তির স্বজন জানান।

তবে বান্দরবান সদর থানার ওসি শহিদুল আলম চৌধুরী বলেন, “ঠিক হামলা নয়, সামান্য ধাক্কাধাক্কি হয়েছে। এরপরও তদন্ত করে দেখা হবে।”

আক্রান্ত ব্যক্তির ভাই সাংবাদিকদের বলেন, তার বড়ো ভাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন কর্মকর্তা। রোববার তার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হয়েছে।

“এটা জানার পর ১০-১২ জন স্থানীয় যুবক সন্ধ্যার পর বান্দরবানে আমাদের বাড়িতে এসে হামলা করে। ইট পাটকেল নিক্ষেপ করে। পরিবারের সদস্যদের গালাগাল দেয়; বাবাকে ধাক্কা দেয়।”

পরিবারে সদস্যের কেউ বাইরে বের হলে হামলাকারীরা হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেয় বলে তিনি জানান।

এই ব্যক্তি আরও জানান, বাড়িতে থাকার সময় তার ভাইয়ের করোনাভাইরাসের সংক্রমণের কোনো লক্ষণ দেখা যায়নি। সেখানে গিয়ে তার নমুনা পরীক্ষায় পজিটিভ হওয়ার খবর আসে।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন বলেন, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি বা পরিবার অপরাধী নয়। কেউ করোনাভাইরাস আক্রান্তের পরিবারের সদস্যদের হেনস্থা করলে প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।”

ওই ব্যক্তির বাড়িটিসহ আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে তিনি জানান।

SCROLL FOR NEXT