সমগ্র বাংলাদেশ

রংপুরে টিসিবির ভোজ্যতেল উদ্ধার, গ্রেপ্তার ২

Byরংপুর প্রতিনিধি

সোমবার দুপুরে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় এক ব্যবসায়ীর গুদাম থেকে টিসিবির এসব পণ্য উদ্ধার করেছে বলে রংপুর মহানগর ডিবি পুলিশের ওসি ফিরোজ ওয়াহিদ।

এ ঘটনায় আলমনগর মাছুয়াপট্টির এরফান হাসান সুমন ও বাড়ির ভাড়াটিয়া হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রবার্টসনগঞ্জ এলাকার এরফান হাসান সুমনের (৩৪) গুদামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে টিসিবির ২৪ কার্টুনে ৬ হাজার ৪৮০ লিটার পুষ্টির সয়াবিন তেল উদ্ধার করে।

“যার আনুমানিক মুল্য ছয় লাখ ৪৮ হাজার টাকা।”

টিসিবির এসব পণ্যের ডিলার ছিলেন নয়ন পারভেজ ও সুমনের গুদামে এসব রেখেছিলেন ডিলার নয়ন পারভেজের ভাই রাজিব হাসান (২৮)।

অভিযান চলাকালে দুইজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

আরপিএমপির ডিবির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, “টিসিবির পণ্য যারা অবৈধভাবে মজুদ করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

এপর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, দেশব্যাপী সরকারি চালসহ পণ্য চুরির একের পর এক ঘটনার মধ্যে সামাজিক দূরত্ব রক্ষার কথা বলে সরকার খাদ্যবান্ধব কর্মসূচি বাতিল ঘোষণা করেছে সোমবার দুপুরে।

SCROLL FOR NEXT