সমগ্র বাংলাদেশ

গাজীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

Byগাজীপুর প্রতিনিধি

৩৫ বছর বয়সী ওই যুবক করোনাভাইরাস সংক্রমণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম ফাতেহ্ আকরাম জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন।

“বৃহস্পতিবার সকালে যুবকের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ওই যুবক করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে শরীরের নমুনা সংগ্রহ করা হয়। পরে নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এ পাঠানো হয়েছে।

এছাড়াও ওই বাড়ির সব লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে বলেও জানান তিনি।

SCROLL FOR NEXT