সমগ্র বাংলাদেশ

নেত্রকোণায় দুপুরে নমুনা সংগ্রহ রাতে মৃত্যু,৭ বাড়ি ‘লকড ডাউন’

Byনেত্রকোণা প্রতিনিধি

সোমবার রাতে ৩৮ বছর বয়সী এই যুবকের মৃত্যুর পর শ্যামগঞ্জ এলাকায় তাদেরসহ আশপাশের সাতটি বাড়ি ‘লকডাউন’ করেছে উপজেলা প্রশাসন।

শ্যামগঞ্জ উপ-স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ওয়াহীদুর রহমান খান মামুন বলেন, এই যুবক শ্যামগঞ্জ বাজারে একটি খাবার হোটেলে কাজ করতেন। কয়েকদিন ধরে তিনি সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন।

“গতকাল (সোমবার) দুপুরে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই তিনি মারা যান।”

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম বলেন, যেহেতু মৃত্যুর আগে ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, তাই রির্পোট এলে মৃত্যুর কারণ জানা যাবে। মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের সাতটি বাড়ি লকডাউন করা হয়েছে।

এর আগে রোববার সকালে জ্বর, কাশি নিয়ে এই উপজেলায় এক নারীর মৃত্যু হয়েছে।

SCROLL FOR NEXT