সমগ্র বাংলাদেশ

মানিকগঞ্জে হাট বসানোয় ইজারাদারকে জরিমানা

Byমানিকগঞ্জ প্রতিনিধি

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফিরোজ মাহমুদ এ অর্থদণ্ড করেন।

অর্থদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, উপজেলার বরঙ্গাইল হাটের ইজারাদার শাহিনুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদ জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে জনসমাগম পরিহার করতে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে।

“এই নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার শিবালয় উপজেলার বরঙ্গাইল এলাকায় হাট বসানো হয়। খবর পেয়ে বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।”

এ সময় হাটের ইজারাদার শাহিনুরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় বলে জানান তিনি।

অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা অংশ নেন।

ফিরোজ মাহমুদ জানান, লোক সমাগম বন্ধে সাপ্তাহিক হাট বন্ধের নির্দেশ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারসহ জরুরি পণ্যের দোকানপাট খোলা থাকবে।

SCROLL FOR NEXT