সমগ্র বাংলাদেশ

গাজীপুরে বস্তাবন্দি গলাকাটা লাশের পরিচয় মিলেছে

Byগাজীপুর প্রতিনিধি

শ্রীপুর থানার এসআই আমিনুল ইসলাম জানান, নিহত আব্দুর রহমান (৪৫) শ্রীপুর উপজেলার গাজীপুর উত্তরপাড়া গ্রামের নছিম উদ্দিনের ছেলে।

সোমবার শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড (প্রশিকা মোড়) এলাকায় একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

ঘটনার পর থেকে নিহতের তৃতীয় স্ত্রী সামিরা (২৮) ও সামিরার মা পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতের ছেলে জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রহমান জমি কেনা-বেচার ব্যবসা করতেন। প্রায় দুই বছর আগে তিনি সামিরাকে বিয়ে করেন। জানুয়ারির মাঝামাঝি সামিরা প্রশিকা মোড়ে একটি ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন। গত বৃহস্পতিবার থেকে তাদের সেই ফ্ল্যাট তালাবদ্ধ রয়েছে।

এসআই আমিনুল ইসলাম জানান, বাড়ির মালিক সোমবার বিকালে ওই ফ্লাটে তালাবদ্ধ দেখেন। ভাড়াটিয়াদের খোঁজ না পেয়ে এবং ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন।

পরে থানা পুলিশ, ঢাকার ক্রাইম সিন ইউনিট, সিআইডি পুলিশ রাত আড়াইটার দিকে লাশ উদ্ধার করে বলে তিনি জানান।

লাশ চটের বস্তায় ভরা ও তোষক দিয়ে মোড়ানো ছিল। নিহতের গলার অধিকাংশ কাটা এবং শরীর ঝলসানো ছিল।

SCROLL FOR NEXT