সমগ্র বাংলাদেশ

আখাউড়া-আগরতলা রেল চলবে আগামী বছর 

Byব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেল লিংক লাইনের কাজ পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।

রীভা গাঙ্গুলী দাস বলেন, আগামী বছরের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে। এরপরই বছর রেল যোগাযোগও চালু হবে।

আখাউড়া-আগরতলা রেল প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ এ রেলপথের মাধ্যমেই হবে।”

সীমান্তে হত্যার বিষয়ে ভারতীয় হাই কমিশনার বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখন ভালো সম্পর্ক বজায় আছে। এসব বিষয় আলাপ-আলোচনার মধ্যে ‘শেষ হবে’ বলে তিনি মনে করেন।

আখাউড়া-আগরতলা রেল লিংক পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব (রেলওয়ে উপদেষ্টা) আনিতা বারিক, হাই কমিশনারের প্রটোকল অফিসার অমরিশ কুমার।

আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২৫২ কোটি টাকা।

SCROLL FOR NEXT