সমগ্র বাংলাদেশ

গোপালগঞ্জে রেল ও সড়কে ঝরল ৫ প্রাণ

Byগোপালগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার দুপুরে প্রথম দুর্ঘটনা ঘটে কাশিয়ানী উপজেলার বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে এবং সন্ধ্যায় দ্বিতীয় দুর্ঘটনা ঘটে জেলা শহরের বেদগ্রামে।

বিশ্বনাথপুর রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তিন স্কুলছাত্র মো. ইয়াসিন শরীফ, মো. রায়হান রুহিন ও আল আমিন খন্দকার।

বেদগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের টিপু শেখের ছেলে মিজানুর রহমান রাজিব শেখ (২২) ও পথচারী বেদগ্রামের ছকোন মোল্লার ছেলে জিন্নাত মোল্লা (৬৫)।

কাশিয়ানী থানার এসআই রতন বৈরাগী জানান, কাশিয়ানীর জয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে স্কুলে যান এই বিদ্যালয়ের চার বন্ধু এসএসসি পরীক্ষার্থী নাওরাদোলা গ্রামের মো. ফরিদ শরীফের ছেলে মো. ইয়াসিন শরীফ (১৬), দশম শ্রেণির শিক্ষার্থী হিরণ্যকান্দি গ্রামের মো. আশরাফ আলী মিয়ার ছেলে মো. রায়হান রুহিন (১৫), দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. লাবু খন্দাকারের ছেলে আল আমিন খন্দকার (১৫) ও দশম শ্রেণির ছাত্র হিরণ্যকান্দি গ্রামের মো. আহাদ তালুকদারের ছেলে মো. সোহান (১৫)।

“অনুষ্ঠান শেষে একটি মোটরসাইকেলে তারা স্কুল থেকে ব্যাসপুরের উদ্দেশে রওনা দেন। পথে বিশ্বনাথপুর রেল ক্রোসিং অতিক্রম করার সময়ে ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রথমোক্ত তিনজন নিহত হন।”

গুরুতর আহত মো. সোহানকে আশংকাজনকজনক অবস্থায় ফরিদপুর পাঠানো হয়েছে বলে এসআই রতন জানান।

সদর থানার এসআই তানভীর আহমেদ জানান, সন্ধ্যায় মিজানুর রহমান রাজিব শেখ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ভেন্নাবাড়ির দিকে যাচ্ছিলেন। “বেদগ্রামে রাস্তা পারাপারের সময় পথচারী জিন্নাত মোল্লাকে চাপা দিয়ে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।”

লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

SCROLL FOR NEXT