সমগ্র বাংলাদেশ

বরগুনায় বাসচাপায় এক পরিবারের ৩ অটোযাত্রী নিহত

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শনিবার বেলা সাড়ে ১১টার দিকের এ দুর্ঘটনায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আমতলী থানার ওসি আবুল বাশার খান।

নিহতরা হলেন আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের রাওগা গ্রামের নূপুর বেগম, ছেলে হাসিব ও ভাগনি লামিয়া।

ওসি বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অটোরিকশাটি গাজীপুর এলাকা থেকে আমতলী আসছিল। পথে পটুয়াখালী থেকে আসা একটি বাস গাজীপুর-আমতলী মহাসড়কে এ কে স্কুলের সামনে অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এছাড়া এ দুর্ঘটনায় চারজন আহত হন। তাদের আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান। ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও চালক ধরতে পারেনি।

SCROLL FOR NEXT