সমগ্র বাংলাদেশ

শাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Byবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভাকক্ষে এক সভায় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল উদ্দিন ফলাফল ঘোষণা করেন।

এবারের ভর্তি পরীক্ষায় ৫১ শতাংশ পাশ করেছে জানিয়ে বেলাল উদ্দিন বলেন, ‘এ’ ও ‘বি’ ইউনিটের আবেদনের প্রেক্ষিতে ৭০ হাজার ৫৬২ জনের মধ্যে ৫৭ হাজার ৬১৯ জন উপস্থিত ছিল। এর মধ্যে ২৯ হাজার ৪৮০ জন পাশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের তথ্য কেন্দ্রে পরিচালক অধ্যাপক মো. রেজা সেলিম জানান, বুধবার বেলা সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া এসএমএসর মাধ্যমে ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।এর জন্য SUST<>RESULT<>Admission Roll no/User Id লিখে 16242 নম্বরে পাঠাতে হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান, নভেম্বরের ১২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

SCROLL FOR NEXT